বরিশালে সরকারি ব্রজমোহন কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’-এর জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে উত্তরণ নিজ কার্যালয়ে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। জ্যৈষ্ঠ মাসে দেশি ফলের আয়োজনের সঙ্গে চলে আষাঢ়ের বন্দনা। ফল খাওয়ার ফাঁকে ফাকে কথা, নাচ, গান, আবৃত্তি ও বর্ষা বন্দনার মধ্য দিয়ে জমজমাটভাবে চলে এ উৎসব।
বাহারি রকমের ফলে আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি বেতফল, কাউ, ডেউয়া, মুরমুরি, করমচা, বেল, তাল, আনারস, আঁশফল, কাঠলিচু, লটকন, পায়লা, লেবু, ডালিম, পানিফল, জামরুল, পেয়ারা, খেঁজুর, বঁইচি, নারকেল, কলা, নৈলসহ আরো বিভিন্ন ধরনের ফলে সজ্জিত ছিলো উৎসব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ্য এএসএম কাউয়ুম উদ্দিন আহমেদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্নেয়াংশু কুমার বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, উত্তরণের উপদেষ্টা মিন্টু কর, সাংস্কৃতিক কর্মী জুবায়ের হোসেন শাহেদ, উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডলসহ উত্তরণের সাবেক ও বর্তমান সদস্য ও অভিভাবকরা।