বিচার সঠিক না হলে আইন শুধু সংবিধানের পাতায় থেকে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য জনগণের আস্থা স্থাপনে সবসময় কাজ করতে হবে। সব বিচারপতিকে নৈতিকতায় অনন্য হতে হবে, না হলে বিচার বিভাগ ও সংবিধান ব্যর্থ হবে। আইন যদি গরীবদের পিষে দেয়, ধনীদের সুযোগ দেয় তাহলে সংবিধানের মূল লক্ষ্য ব্যাহত হবে বলেও জানান প্রধান বিচারপতি।
আগামী ২৬ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন তিনি। কিন্তু সে সময় সুপ্রিম কোর্ট অবকাশে থাকবে বলে শেষ কর্মদিবস হিসেবে আজ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রথা অনুযায়ী আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এই সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী সমিতি। এসময় প্রধান বিচারপতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায় সংবর্ধনার আয়োজন বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।