দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জ্ঞ্যাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২), ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে গতকাল মঙ্গলবার দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
বিভিন্ন ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকার বৈধ উৎস না পাওয়ায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ২০২০ খ্রিষ্টাব্দে ৩০ জুলাই মামলা করে দুদক। সূত্র জানায়, এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন শাখায় তাঁর হিসাবে ৪৩ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৪৬৭ টাকা জমা থাকার রেকর্ড জব্দ করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০১৯ সালের অক্টোবরে এল আর গ্লোবাল (এলআরজি) নামের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার ঘোষণা দেওয়ার পর অনুসন্ধানে নামে দুদক। ওই বছরের ডিসেম্বরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিডিনিউজের ৯টি ও তৌফিক ইমরোজ খালিদীর নামে ১৩টি স্থায়ী আমানতের ৪২ কোটি টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন।
এ ব্যাপারে তৌফিক ইমরোজ খালিদী এবং এল আর গ্লোবালের (এলআরজি) সিইও রিয়াজ ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।