বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী

দৈনিক শিক্ষাডটকম, মানিকগঞ্জ |

দৈনিক শিক্ষাডটকম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে একটি বিদ্যালয়ে গিয়ে ভোট চেয়েছেন এক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ওই প্রার্থী শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে অভিভাবকদের তাঁর পক্ষে ভোট দেওয়ার কথা বলতে বলেন। বিদ্যালয়ে গিয়ে ভোট চাওয়া প্রার্থীর নাম শেখ কাওছার উদ্দীন। তাঁর ভাই শেখ ফারুক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি। অভিযোগ উঠেছে ওই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। 

গত শনিবার হরিরামপুরে উপজেলার ধূলসুড়া ইউনিয়নের ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়

সোমবার বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির কক্ষে ঘুরে ঘুরে ভোট চান শেখ কাওছার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। 

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী জানায়, পালকি প্রতীকের প্রার্থী শেখ কাওছারের পক্ষে ভোট চেয়েছেন প্রধান শিক্ষক। এ সময় তাদের হাতে লিফলেট দিয়ে বলা হয়, বাড়ি গিয়ে অভিভাবকদের যেন বলা হয় পালকি মার্কায় ভোট দিতে। এ সময় মো. আরিফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মিলন মিয়া ও মো. মারুফ হোসেন নামের চার শিক্ষক পাঠদান করছিলেন। পাঠদান থামিয়ে ওই প্রার্থী ভোটের প্রচারণা চালান। 

বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক মিলন মিয়া ও মো. মারুফ হোসেনের কাছে গত শনিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি। 

প্রধান শিক্ষক আলতাফ হোসেন  বলেন, ‘আমি ভোট চাইনি। পালকি প্রতীকের প্রার্থী ক্লাসরুমে গেলে, কে এসেছেন, দেখতে ক্লাসরুমে গিয়েছি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে কেউ হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছে।’  

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির ভাই প্রার্থী হয়েছেন বলেই ভোট চেয়েছেন কি না জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘না, আমি ভোট চাইনি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে ভোট চাওয়ার সুযোগ নেই। নিয়মবহির্ভূত কাজ। যদি তিনি ভোট চেয়ে থাকেন, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হরিরামপুর উপজেলা নির্বাচন অফিসার হাফিজা খাতুন মোবাইল ফোনে  বলেন, ‘আপনার কাছ থেকেই বিষয়টা জানলাম। আমি খোঁজ নিচ্ছি। তবে কোনো প্রার্থী ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালাতে পারেন না।’


পাঠকের মন্তব্য দেখুন
ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম - dainik shiksha ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম জাতীয়করণসহ তিন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের অবস্থান - dainik shiksha জাতীয়করণসহ তিন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিদের অবস্থান এমপিওর দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পদযাত্রা - dainik shiksha এমপিওর দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পদযাত্রা কারিগরিতে ৪০ শতাংশ নম্বরে উপবৃত্তি - dainik shiksha কারিগরিতে ৪০ শতাংশ নম্বরে উপবৃত্তি কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - dainik shiksha কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আটকের পর বিজিবিকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক - dainik shiksha আটকের পর বিজিবিকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক নয় বছরের শিক্ষিকাকে পরিচ্ছন্নতাকর্মী হতে বললেন প্রধান শিক্ষক - dainik shiksha নয় বছরের শিক্ষিকাকে পরিচ্ছন্নতাকর্মী হতে বললেন প্রধান শিক্ষক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0049850940704346