বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়, বিদ্যালয়ে তালা

বগুড়া প্রতিনিধি |

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া নতুন পাঠ্যবই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় ও শ্রেণি কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওইসব শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণের জন্য সরকারিভাবে নতুন পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন পাঠ্যবই বিতরণের সময় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ফি বাবদ পাঁচশ টাকা, বিদ্যুৎ বিল একশ ২০ টাকা, ব্যাচ ফি একশ টাকা করে আদায় করেন। এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ওইসব খাতে টাকা আদায়ের সঙ্গে নতুন করে ভর্তি ফি বাবদ আরো দুইশ টাকা করে আদায় করা হয়েছে।

এদিকে, অবৈধভাবে টাকা নেওয়া অভিযোগে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সকাল ১১টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয় ও শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ করেন। পরে শনিবার ওইসব শিক্ষার্থীদেরকে টাকা ফেরত দেওয়ার শর্তে এক ঘণ্টা পর তালাগুলো খুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ তারেক হেলাল বলেন, নতুন বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনাটি সত্য। তবে বিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়টি আমাকে জানাননি। আগামী শনিবার ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমি বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় সংক্রান্ত কাজে বগুড়া জেলা শহরে অবস্থান করছিলাম। নতুন বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া বিষয়টি জানার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ বলেন, বিনামূল্যের বই বিতরণের সময় টাকা নেওয়া বিধি সম্মত নয়। তাই খবর পেয়ে এলাঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে টাকা উত্তোলনের জন্য নিষেধ করা হয়েছে। নিষেধ উপেক্ষা করা হলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0024449825286865