বিনা ছুটিতে বিদেশে যাওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপকে শাস্তি দিতে ট্রাইব্যুনাল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে বিনা ছুটিতে অবস্থান করাতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৬ অক্টোবর দেশের বিভিন্ন গণমাধ্যমে বিনা ছুটিতে ৩৫৫ দিনের বেশি সময় ওই শিক্ষিকা বিদেশে অবস্থান করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়। দু’দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পান তিনি। স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ না করে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে।