২০২২ খ্রিষ্টাব্দের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষের ৮ম সেমিস্টারের পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১০ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আগামী বুধবার ১০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। সকাল ৯টা থেকে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর ৪ বা ৫ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র প্রিন্ট করে নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি পাঁচশত টাকার মধ্যে ৩৭৫ টাকা হারে পরীক্ষা আরম্ভ হবার ২/৩ দিন আগে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছে।
প্রজেক্ট পেপার আগামী ৩০ জুলায়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে বলা হয়েছে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।