বিমানের ঢাকা-রোমের ফ্লাইট শুরু ২৬ মার্চ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

ঢাকা থেকে ইতালির রোমে এক সময় ফ্লাইট চালাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসীদের চাহিদা থাকলেও নানা অব্যবস্থাপনা আর লোকসানে ২০১৫ খ্রিষ্টাব্দে তা বন্ধ হয়ে যায়। তবে এবার পুরোনো সেই রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। ২৬ মার্চ স্বাধীনতা দিবসেই ঢাকা থেকে রোমের আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ ৭৮৭ ড্রিমলাইনার। এরই মধ্যে ঢাকা-রোম-ঢাকা রুটে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব প্রায় ৭ হাজার ২৯৫ কিলোমিটার। আকাশপথে ঢাকা থেকে দেশটির রাজধানী রোমে যেতে গড়ে সময় লাগে ১৫ থেকে ১৬ ঘণ্টা। অন্যান্য উড়োজাহাজ সংস্থা ঢাকা থেকে ইতালির গন্তব্যে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে বিমান কোনো ট্রানজিট না নিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় বাঁচবে যাত্রীর।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, প্রবাসীদের কথা চিন্তা করে বিমান ঢাকা-রোম রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এতে মাত্র ৯ ঘণ্টাতেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসেই রোমের আকাশের উদ্দেশে বিমান ডানা মেলবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু বিবেচনা করলে এ রুটে বিমানে চলাচলকারী যাত্রীদের সুবিধার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমানও লাভজনক হবে আশা করা হচ্ছে।

রোমের বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী, ২০২২ খ্রিষ্টাব্দের সমীক্ষায় ইতালিতে নিয়মিতভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা দেড় লাখের বেশি। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, ফ্লাইট চালুর আগে তারা যাচাই করে দেখেছেন, ইতালিতে বসবাসকারী ছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া-আসা করা বাংলাদেশির সংখ্যা ৩ লাখের বেশি হয়। এতে বিমান সপ্তাহে যদি তিনটি ফ্লাইট পরিচালনা করে, তাতেও যাত্রী পাওয়া যাবে অনায়াসেই। সমীক্ষার তথ্য বলছে, নতুন করে চালু করা এ রুট বিমানের লাভজনক হবে। যদিও ১৯৮১ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোমে ফ্লাইট চালু করেছিল। কয়েক বছর লোকসানে ধুঁকতে ধুঁকতে ২০১৫ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল থেকে সেই রুট পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, ২৬ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশে যাত্রা করবে। ওই ফ্লাইট রোমে পৌঁছবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত পৌনে ১২টায়।

ঢাকা-রোম রুটে বিমানের ভাড়া: কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৬৪ হাজার ৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে ১ লাখ ৪ হাজার ৫৬৮ টাকা থেকে। বিজনেস ক্লাসে ঢাকা টু রোম রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ১ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা থেকে শুরু এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু ২ লাখ ৫৮ হাজার ৫৬৮ টাকা থেকে। রোম টু ঢাকা রুটে ইকোনমি ক্লাসে সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮ হাজার ৭৮৮ থেকে এবং রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য শুরু হবে ৮৯ হাজার ৮৫২ টাকা থেকে। রোম টু ঢাকা রুটে বিজনেস ক্লাসের ক্ষেত্রে একমুখী ভাড়া শুরু ১ লাখ ২২ হাজার ৬৬৩ এবং রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে ২ লাখ ২২ হাজার ২৩৬ টাকা থেকে।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হয়েছে। নতুন রুট চালু উপলক্ষে ১৫ শতাংশ বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।


পাঠকের মন্তব্য দেখুন
কলেজে সাংস্কৃতিক-ক্রীড়া কোটায় ভর্তির সুযোগ - dainik shiksha কলেজে সাংস্কৃতিক-ক্রীড়া কোটায় ভর্তির সুযোগ শিক্ষা সংস্কারে বাংলাদেশ-চীন কাজ করবে - dainik shiksha শিক্ষা সংস্কারে বাংলাদেশ-চীন কাজ করবে বয়স ৯ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয় - dainik shiksha বয়স ৯ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয় প্রাথমিকের ডিজিকে অপসারণে পঞ্চম দিনের আন্দোলন - dainik shiksha প্রাথমিকের ডিজিকে অপসারণে পঞ্চম দিনের আন্দোলন বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আহ্বান - dainik shiksha বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আহ্বান ‘মিনিস্ট্রি অডিটর’ হতে আগ্রহী হাজারো শিক্ষা ক্যাডার ! - dainik shiksha ‘মিনিস্ট্রি অডিটর’ হতে আগ্রহী হাজারো শিক্ষা ক্যাডার ! শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া কর্মচারীদের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া কর্মচারীদের তথ্য আহ্বান এমপিওবিহীন ৩য় শিক্ষকদের বাদ পড়ার কারণ জানতে চায় অধিদপ্তর - dainik shiksha এমপিওবিহীন ৩য় শিক্ষকদের বাদ পড়ার কারণ জানতে চায় অধিদপ্তর সৃজনশীল পদ্ধতির পরীক্ষা ফিরছে - dainik shiksha সৃজনশীল পদ্ধতির পরীক্ষা ফিরছে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১০ সেপ্টেম্বর - dainik shiksha অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১০ সেপ্টেম্বর দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0028610229492188