দৈনিক শিক্ষাডটকম, বগুড়া: বগুড়া শহরের মালতীনগর এলাকায় প্রতিবেশীর বাড়িতে বিস্ফোরণে স্কুলশিক্ষার্থী তাসনিম বুশরার মৃত্যুর ঘটনায় দোষিদের শাস্তি চেয়ে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের সাতমাথায় মালতীনগর ও ভাটকান্দি এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল, স্থানীয় এলকাবাসীর পক্ষে জহিরুল ইসলাম মানিক, রুহুল মনির প্রমুখ।
বক্তারা বলেন, আবাসিক এলাকায় বিস্ফোরক দ্রব্য মজুত নিষিদ্ধ। এরপরও ওই বাড়িতে এগুলো মজুত করে পটকা তৈরি হচ্ছে। তাদের কারণে একটি শিশুর অকালে প্রাণ ঝরে গেলো। বাবা-মা সন্তানকে হারাল। এটা মেনে নেয়া যায় না। বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুতকারী ব্যবসায়ীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে গত ২৮ এপ্রিল রাতে পৌর শহরের মালতীনগর মোল্লাপাড়া এলাকার রেজাউল ইসলামের বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেজাউলের পরিবারের তিনজন ও বুশরাসহ মোট চারজন আহত হয়। বুশরা মালতীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ মে রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ বাদী হয়ে বিস্ফোরণের পরদিন ২৯ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। পরে বাড়ির মালিক রেজাউলকে গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে পটকা তৈরির সরঞ্জাম ও বারুদ উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।