বাগেরহাটের রামপাল উপজেলার প্রথম চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিলের প্রথম প্রয়াণ দিবস আজ ২৭ ডিসেম্বর (মঙ্গলবার)। এ উপলক্ষে রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ শেখ জালাল আহমেদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঋষিকেশ দাস, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মো মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো আবু সাইদ।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কবির হেসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মোহর আলীসহ আরও অনেক।
স্মরণসভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শেখ জলিলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন একজন শিক্ষক, দার্শনিক ও দেশপ্রেমিক। পরোপকারী এই মানুষটি সামান্য সম্পদ-সম্পত্তি, এক ছেলে ও ছোট্ট ঘর ছাড়া আর কিছু রেখে যান নি। তিনি এতটাই জনপ্রিয় মানুষ ছিলেন যে রামপাল-মোংলা এলাকার প্রত্যেক বাড়ির মানুষ তাঁকে চেনেন। বর্তমানে এমন নির্লোভ নিরহংকার মানুষের বড্ড অভাব।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল পাঠাগারের আয়োজন ও আমাদের গ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণসভা শেষে দুস্থদের মাঝে খাবর বিতরণ করা হয়।