দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বুয়েটের প্রাক্তন ছাত্রদের আয়োজিত তৃতীয় জে আর সি স্মারক বক্তৃতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ের আইএবি সেন্টারে এ অনুষ্ঠান করা হয়।
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মৃতির উদ্দেশে নিবেদিত এই অনুষ্ঠানটি স্থাপত্য ও একাডেমিক সম্প্রদায়ের আলোকিত ব্যক্তি, পেশাদার এবং উত্সাহীদের একত্রিত করেছিলো।
আমন্ত্রিত বক্তা হিসেবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্থপতি আনা হেরিংগার একটি দর্শনীয় উপস্থাপনা করেন। তার উপস্থাপনার শিরোনাম ছিলো ‘স্থাপত্য জীবনকে উন্নত করার একটি হাতিয়ার’।
বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত তার বক্তব্যে প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং স্থাপত্য জ্ঞান ও অনুশীলনকে এগিয়ে নেয়ার তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েটে অ্যালামনাই-এর মহাসচিব, প্রকৌশলী মাহতাব উদ্দিন। তিনি সব অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা এবং জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।
বুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন ও তার অতুলনীয় জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব এবং প্রকৌশল, শিক্ষাক্ষেত্রে গভীর প্রভাবের কথা স্বীকার করেন।