দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না ৯৮ ভাগ শিক্ষার্থী। ছাত্ররাজনীতি চালুর পক্ষে-বিপক্ষে মত দেননি মাত্র ২ শতাংশ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে এমন চিত্র উঠে এসেছে বলে দাবি তাদের।
বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের (ইন্টারভাল-১৮) শিক্ষার্থীদের উদ্যোগের এ গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়েছে। ‘সাংগঠনিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা’ শিরোনামে এ গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়। এতে বুয়েটের সবগুলো ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচি শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, বুয়েটে বর্তমান শিক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৮৩২ জন। আমরা বুয়েট কর্তৃক প্রদত্ত মাইক্রোসফট টিমস ফর্মের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করেছি। এর মাধ্যমে আমরা দুইটি জিনিস নিশ্চিত করছি, বর্তমান বুয়েটিয়ান শিক্ষার্থী বাদে কেউ এই ফর্ম পূরণ করতে পারবে না। দ্বিতীয়টি একই স্টুডেন্ট আইডি দিয়ে কেউ এই ফর্ম একবারের বেশি পূরণ করতে পারবে না।
আরো পড়ুন : বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে অপি করিমের মতামত
তারা বলেন, এভাবে স্বচ্ছতা নিশ্চিত করার পর আমরা গণস্বাক্ষর কর্মসূচি অফিসিয়ালি শুরু করি। এতে ৫ হাজার ৭৩৯ জন (অর্থাৎ ৯৮%) ফর্ম পূরণ করে তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান জানান দিয়েছেন। তারা একটি ছাত্ররাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাস দেখতে চান। যেখানে অবাধে তারা তাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবেন।
এর আগে, গত বুধবার (৩ এপ্রিল) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিয়ে গণভোট আয়োজন করেন বুয়েট শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের ৯৭ শতাংশ ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান জানান দেন। এ গণভোটে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ৫ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী মধ্যে ৫ হাজার ৬৮৩ জন পুনরায় ছাত্ররাজনীতি চালুর বিপক্ষে মত দিয়েছেন।