বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন সুদীপ্ত পোদ্দার। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদিকে, বুয়েট ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে জানা গেছে তৃতীয় হয়েছেন সুদীপ্ত পোদ্দার। তিনি সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার শিক্ষার্থী ছিলেন।
এবারও বুয়েটে ভর্তি পরীক্ষা ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই প্রাক্-নির্বাচনী পরীক্ষা মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।