বৃত্তি পেলেন ঢাবি ইতিহাস বিভাগের ৭৭ শিক্ষার্থী

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

আমাদের বার্তা, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৭৭ জন শিক্ষার্থী ১৭টি ফান্ড থেকে বৃত্তি পেয়েছেন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)  অডিটোরিয়ামে বিভিন্ন বৃত্তি প্রতিষ্ঠান থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাসিক, বার্ষিক ও এককালীন ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষার্থীকে ৬ হাজার টাকা প্রদানের ঘোষণা করা হয়। ৮ জন শিক্ষার্থীকে প্রতীকী বৃত্তি দিয়ে বাকিদের আগামীকাল রোববার বিভাগের অফিস থেকে সংগ্রহ করার জন্য বলা হয়। 

বৃত্তি প্রদান করা ফান্ডগুলোর মধ্যে রয়েছে আঞ্জুমান নাসিরউদ্দিন বৃত্তি, ইতিহাস বিভাগ বৃত্তি, নূরুল আবেদীন স্মারক বৃত্তি, ফজলুল করিম বৃত্তি, কুদসিয়া চৌধুরী ওয়াকফ, গোলাম সাকলায়েন সাকী বৃত্তি, একেএম বজলুর রহমান-বেগম নুরজাহান বৃত্তি, মির্জা বানু এন্ড সিরাজুল ইসলাম এন্ডউমেন্ট ফান্ড, জেনারেল এম. এ. জি ওসমানী বৃত্তি, মৃত আলহাজ্ব নুরুন নেসা বেগম স্কলারশিপ, ইতিহাস বিভাগ অ্যালামনাই এন্ডউমেন্ট ফান্ড ও অ্যাম্বাসেডর মোবিন বৃত্তি।

এ সময় অনুষ্ঠানে আনজুমান মফিদুল ইসলামের ট্রাস্টি আজিম বকশ বলেন, আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রথমে নির্দিষ্ট বিষয়ে সেবা দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিলো। পরে তার কাজের পরিধিকে বাড়িয়েছে। আমরা ৪শ’ শিক্ষার্থীকে সহায়তা করছি। এই  সহযোগিতা বাড়ানোর জন্য আরো চিন্তাভাবনা করা হচ্ছে। আমি বিশ্বাস করি, আঞ্জুমানে মফিদুল ইসলাম শিক্ষাক্ষেত্রে আরো অবদান রাখবে।

বৃত্তি প্রধানকারীদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেন, ইতিহাস বিভাগ শতবর্ষী ডিপার্টমেন্ট হিসেবে তাদের পরিধি বৃদ্ধি করেছে। প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের জীবনমান নিয়ে চিন্তা করছে এবং সহযোগিতা করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাইদের সাথে মতবিনিময় সভা করেছি। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে ঘাত-প্রতিঘাতে নানান সমস্যার সম্মুখীন হয়। তাদেরকে প্রস্তুত করার জন্য নির্দিষ্ট পরিমাণ বৃত্তি নিশ্চিত করা হবে এবং তাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি ম্যানুয়ালও প্রস্তুত করা হচ্ছে। আগামী ৩-৪ বছরের মধ্যে আমরা আবাসন সমস্যা দূর করে ফেলবো। শিক্ষার্থীদেরকে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

বিভাগের চেয়ারম্যান ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিভাগের সহযোগী অধ্যাপক মিঠুন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল বাছির। এছাড়াও এসময় বিভাগের শিক্ষক ও বৃত্তি প্রদানকারী ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0037479400634766