দেশের ২ হাজার ৮৫২টি বেসরকারি স্কুলের ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ লটারির উদ্বোধন করেন তিনি। এখন ফল প্রক্রিয়ার কাজ চলছে। বিকেল পাঁচটার পর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল পাবেন বলে টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বেলা তিনটায় ভর্তি লটারির ফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশে দেরি হয়েছে। বিকেল সাড়ে তিনটায় লটারির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর টেলিটক জানিয়েছে, ফল প্রক্রিয়ায় দেড় ঘণ্টার মতো সময় লাগবে।
জানা গেছে, বেসরকারি ২ হাজার ৮৫২টি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শূন্য থাকা ৯ লাখ ২৫ হাজারের বেশি আসনে ভর্তির জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন।
জানা গেছে, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।