বৈষম্যের অবসানের দাবিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার পর থেকে তারা এ অবস্থান নেন।
এরই মধ্যে কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইব্রাহীম আলম ভূঁইয়াসহ তাদের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে বৈঠক করছেন।
কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা কয়েকবার রেজিস্টার জেনারেল বরাবর চিঠি দিয়ে বৈষম্যের নানা বিষয় তুলে ধরেছি। গত ৮ আগস্ট আমরা একটি স্মারকলিপি দিয়েছি আজও দেব।
স্মারকলিপিতে দাবি দাওয়া প্রসঙ্গে বলা হয়, আগামী রোববারের মধ্যে সব কর্মচারীকে অফিসে পোস্টিং দিতে হবে এবং ভবিষ্যতে কোনো কর্মচারীকে বাসাবাড়িতে পোস্টিং দেওয়া যাবে না। প্রশাসনে জুডিশয়াল অফিসার কমিয়ে ৫ (পাঁচ) জন করতে হবে এবং প্রমোট অফিসার পদ বাড়াতে হবে এবং সেখানে দীর্ঘদিন ধরে একই পদে থাকা অফিসার ও কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। প্রয়োজনে কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বা নির্বাচিত প্রতিনিধি রেখে পদোন্নতির বিধিবিধান দ্রুত সময়ের মধ্যে সময়োপযোগী করতে হবে। অফিসার ও কর্মচারীদের জন্য গাড়ীর ব্যবস্থাসহ প্রাধিকার অনুযায়ী যার যার প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। অফিস উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি যেহেতু সব কর্মচারী-কর্মকর্তার ক্ষেত্রে সমানভাবে প্রযোগ করা যাচ্ছে না সেহেতু এই পদ্ধতি থেকে সবাইকে অব্যাহতি দিয়ে সমভাবে পূর্বের অ্যাটেনডেন্স পদ্ধতি অনুসরণ করতে হবে। ছুটির বিষয়ে আলোচনা সাপেক্ষে দ্রুত একটি উদ্যোগ নীতিমালা করে প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ছুটি সংক্রান্ত বিষয়ে কোনো রকম বৈষম্য ও হয়রানি করা যাবে না।