প্রশিক্ষণ সম্মানীর টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যাক্তিকে না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণ সম্মানীর টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট ও ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন নম্বর থেকে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রশিক্ষণ সম্মানী দেয়া হবে বলে এটিএম কার্ড, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের সতর্ক করেছে অধিদপ্তর।
এ বিষয়টি জানিয়ে অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
অধিদপ্তরে প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক ড. নীহার পরভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা প্রতিবছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেয়া হয়। সম্প্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের সম্মানী দেয়ার জন্য প্রশিক্ষণার্থীর কাছ থেকে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাচ্ছে। এ ধরনের কাজের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জড়িত নয়। প্রশিক্ষণের সম্মানীর ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য অপরিচিত কোনো ব্যক্তিকে না দেয়ার জন্য প্রশিক্ষণার্থীদের বলা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে শিক্ষকদের মুঠোফোনে কল করে প্রশিক্ষণ সম্মানীর টাকা পাওয়ার কথা বলে এটিএম কার্ডের তথ্য চাওয়া হয়েছে। রাজধানীর দুইজন শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, +৮৮০১৯২৯০৮৯৪০৬ ও +৮৮০১৯২৯০৮৯৪০৬ নম্বর থেকে ফোন করে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।