ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং ডিপ্লোমা কোর্স বাতিলসহ ১৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের অধীনে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা জেলা সদর হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি শারমিন আক্তার, সাধারণ সম্পাদক মোছা. নুরুন্নাহার, আফরোজা আক্তার, নিটি আক্তার, মাহফুজা আক্তার, তাহরিমা আক্তার, জুলেখা বেগম, সুলতানা আক্তার, মাশরাফি আক্তার, সাম্মু আক্তার, আয়েশা আক্তার, সালমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, নার্সিং শিক্ষা ও স্বাস্থ্য সেবা ধ্বংসে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কারিগরি শিক্ষার্থীরা আমাদের সমপর্যায়ে আসতে পারবে না। আমরা কারিগরি শিক্ষার্থীদের আমাদের সঙ্গে কোনোভাবেই চাই না। আমরা সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়ার পাশাপাশি দিন-রাত ক্লিনিকে প্র্যাকটিস করছি। কীভাবে কারিগরি শিক্ষার্থীরা তিন মাসের কোর্স করে আমাদের মতো নার্স হবে? কীভাবে তারা রোগীদের সেবা দেবে? আমরা তাদের নার্সিং খাতে চাই না, তাহলে স্বাস্থ্য সেবা অধঃপতনে চলে যাবে।

বক্তারা আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর প্রসূতিসহ বিভিন্ন সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করেছে। প্রায় ১৫ হাজার নার্সকে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা কোনো ভাবেই নিবন্ধন পাওয়ার যোগ্য নয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ড তিন বছরের ডিপ্লোমা নার্সিং কোর্স পরিচালিত হয়ে আসছে।

কারিগরি শিক্ষা বোর্ড এটি পরিচালনার বৈধ কর্তৃপক্ষ হতে পারে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের একটি আইন বলবৎ থাকার পরেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি (নার্সিং), ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার (নার্সিং) এবং ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি নামে অসম্পূর্ণ ও বির্তকিত কোর্স পরিচালনা করছে। অথচ বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানে এ ধরনের কোনো পদ নেই।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় ২৩০ জন শিক্ষার্থী অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.004256010055542