ব্রিটিশ কাউন্সিলে, আইএলটিএস নিবন্ধন চলছে

নিজস্ব প্রতিবেদক |

British2_BG20160803114252

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে আইএলটিএসের নিবন্ধন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড ও ধানমণ্ডির সাত মসজিদ রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয় সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়।

বিকেল ৩টায় ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে মূল গেট ছাড়াও ভেতরে প্রবেশের অন্যান্য পথও বন্ধ দেখা যায়। ভেতরের চেয়ারগুলোকে ভাঁজ করে রাখা অবস্থায় দেখা গেছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা এ সময় স্যার সলিমুল্লাহ হলের ফুলার রোড গেটে অবস্থান করছিলেন।

পুলিশ সদস্যরা জানান, ব্রিটিশ কাউন্সিল এবং ফুলার রোডের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তারা।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ইংরেজি শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম প্রসারে কাজ করে থাকে। ফুলার রোডের কেন্দ্রে রয়েছে একটি বড় লাইব্রেরি, সাইবার ক্যাফে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অডিটোরিয়াম, ক্যান্টিন, আইএলটিস প্রাকটিস সেন্টার ইত্যাদি।

বিকেলে সাত মসজিদ রোডের ক্যাম্পাসে গিয়েও সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়। সেখানে গেটেই রয়েছে পুলিশি পাহারা। এ কেন্দ্রটি ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন কোর্সের ক্লাস এবং পরীক্ষার কাজে ব্যবহার করা হয়।

কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, গত ২৭ জুলাই থেকে তিনটি শিফটে সব সময় পু্লিশি পাহারা রয়েছে এখানে।

গত ২৭ জুলাই এক বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, তারা তাদের অফিসগুলোর নিরাপত্তা পর্যালোচনা করে দেখছে। নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ার পর শিগগিরই ব্রিটিশ কাউন্সিলের অফিসগুলো আবার চালু করা যাবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ব্রিটিশ কাউন্সিলের কেন্দ্র রয়েছে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বারবারা উইকহ্যাম বলেছেন, বাংলাদেশে প্রকাশ্য স্থানে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ রয়েছে, সেটা তারা অনুধাবন করতে পারেন।

ব্রিটিশ কাউন্সিল তার কর্মী এবং গ্রাহকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় একথা উল্লেখ করে তিনি বিবৃতিতে বলেন, সাময়িকভাবে সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত এই কারণে।

এদিকে আইএলটিএস ও অন্যান্য পরীক্ষাগুলো নিয়ে চিন্তায় পড়েন শিক্ষার্থীরা। এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আর্শিয়া আজিজ বুধবার (০৩ আগস্ট) সকালে  বলেন, ‘আইএলটিএস ও অন্যান্য স্কুলের পরীক্ষাগুলোর সময় অনলাইনে ও আ্মাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে’।

ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্যমতে, আগামী ১৩, ২০ ও ২৭ আগস্টের পরীক্ষার জন্য যথারীতি আইএলটিএসের নিবন্ধন চলছে।


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0049028396606445