মহানবী হযরত মুহাম্মদ (স.) ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তি করায় ব্লগার আসাদুজ্জামান আসাদ নুর ও মাসুদের শাস্তির দাবিতে বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
জুমার নামাজ শেষে আসাদ নুর ও মাসুদের ফাঁসির দাবিতে আমতলীতে কয়েকশ’ মুসুল্লী বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর মেনহাজ উদ্দিন, শিক্ষক শাহ আলম সিকদার, ইমাম আনিসুর রহমান ও মোহাম্মদ নুরসহ অনেকে।
স্থানীয়রা বলছেন, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জেল হোসেন মাতুব্বরের ছেলে আসাদুজ্জামান আসাদ নুর ২০১৭ খ্রিষ্টাব্দে বাড়ি ত্যাগ করে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগযোগ নেই বলে দাবি তার পরিবারের। কিন্তু তিনি দেশের বিভিন্ন স্থানে থেকে ‘আসাদ নুর ব্লগ’ থেকে কোরআন শরীফ, হয়রত মুহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে সামাজিক যোগযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ খ্রিষ্টাব্দে সাইবার ট্রাইবুনালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় এবং ঢাকায় মামলা হয়। ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু গত তিন বছরেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গত ৪ আগস্ট তার ‘আসাদ নুর ব্লগ’ থেকে হযরত মুহাম্মদ (স.) এবং কোরআন শরীফ নিয়ে কটূক্তি করে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়া হয়। আসাদ নুরের এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে।
এদিকে গত সোমবার আসাদ নুরকে গ্রেফতার করতে তার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। আসাদের পরিবারের দাবি ২০১৭ খ্রিষ্টাব্দে আসাদ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগযোগ নেই।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদুজ্জামান আসাদ নুরকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে, কিন্তু নুর দেশে নেই। পুলিশ ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে।