ভাঙা রাস্তা সংস্কার করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহের গৌরীপুরে নেতাকর্মীদের নিয়ে ভাঙা রাস্তা সংস্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। রোববার (১২ জুলাই) সনজিত ও স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার (১০ জুলাই) কাজ শুরু করে রোববার পর্যন্ত সড়ক মেরামত কার্যক্রম অব্যাহত রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে এলাকার রাস্তার ওই দুর্ভোগের বিষয়টি ফেসবুকে প্রচার হলে দুর্ভোগ ও ভাঙা রাস্তা মেরামত করতে উদ্যোগ নেন সনজিত চন্দ্র দাস। খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন। উপজেলার শ্যামগঞ্জের মো. মারিয়াম জামান খান সোহান ফেসবুকে দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাস্টারদা সূর্যসেন হলের ভিপি।

তিনি বলেন, ছোট ভাইদের ফেসবুক স্ট্যাটাসে দুর্ভোগের বিষয়টি চোখে পড়লে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস সেখানে উপস্থিত হন। পরে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন খানও সেখানে যান। সাধারণ মানুষও এতে যোগ দেন।

সোহান বলেন, রাস্তা মেরামত শেষ করতে আরও সময় লাগবে। রাস্তায় বালি, খোয়া, পাথর ফেলা হচ্ছে। এরপর রোলার দিয়ে চলাচলের উপযোগী করে তোলা হবে।

উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, আমিও ছাত্রলীগের ছিলাম। আজকের ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ। ওরা আর্তমানবতার সেবায় নিবেদিত। আমি ছাত্রলীগের এমন কাজে গর্বিত। ওদের কাজ দেখে এলাকাবাসীও এগিয়ে আসছেন, তাদের কাজের প্রশংসা করেছেন।

ভুক্তভোগীরা জানান, ভাঙা রাস্তাটি মেরামত হলে সেখানকার শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন। এলাকাবাসী ও যানবাহন চলাচলে দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0038120746612549