ভাঙ্গা সড়ক মেরামত করল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি |

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ভেড়াখালী গ্রামের পাকা সড়ক বেশ কিছুদিন ধরে ভেঙ্গে বড় গর্ত তৈরী হয়েছে। এর আগে কিছু জায়গায় ভাঙ্গা থাকলেও এবারের চিত্র ভিন্ন। এছাড়া এই রাস্তা থানার যানবাহন চলাচলের অন্যতম পথ। 

তার ওপর আবার এই বর্ষায় যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষেও খুবই দুর্গম হয়ে পড়েছে এই রাস্তা। এবার রাস্তা সংস্কারে কাজ করছে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সংগঠন ভেড়াখালী যুব উন্নয়ন সংঘ।

জানা গেছে, থানার প্রধান সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তা এই গ্রামের উপর দিয়ে গেছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৩০০-৪০০ গাড়ি যাতায়াত করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে রাস্তায় ছোট ছোট ভাঙ্গা ছিল। টানা বৃষ্টির কারণে রাস্তার এসব জায়গা ভেঙ্গে বড় গর্ত তৈরী হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তা ভেঙে যাওয়া চলছে না সাধারণ যানবাহনও। অনেক সময় ইজিবাইক বা ছোট ধরনের যানবাহন রাস্তার বড় ভাঙ্গা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয়দের সহযোগিতা নিতে হয়। এছাড়া এ সব স্থানে প্রায় সময় ছোট-বড় দূর্ঘটনা ঘটে।

এদিকে গ্রামের এই ভাঙ্গা রাস্তা সংস্কারের জন্য বুধবার ও বৃহস্পতিবার ২৫ জন যুবককে সকাল থেকে বিকাল পযর্ন্ত কাজ করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ করছি। রাস্তায় প্রায় ১০ টলি ইটের টুকরা ও ২ টলি বালু ব্যবহার করা হয়েছে। এ কাজের মালামাল ৩ কিলোমিটার দূর থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। যুবকেরা আরো জানিয়েছে, মালামাল গাড়িতে উঠানো ও নামানোর জন্য কোন শ্রমিক ভাড়া করা হয়নি। স্বেচ্ছাশ্রমে যুবকেরা মালামাল উঠানো, নামানো ও সংস্কারের সব কাজই করেছে।

রাস্তার গাড়ী চালকরা জানিয়েছে, গ্রামের মধ্যে রাস্তার ভাঙ্গা অংশগুলো খুবই ঝুকিপূর্ণ ছিল। এ রাস্তা সংস্কারে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে। তারা আরো বলেন, গ্রামের মধ্যে সংস্কার করে চালকদের কাছ থেকে যুবকেরা টাকা না নেওয়া, এটা একটি বিরল ঘটনা। এই সংস্কার কাজে অংশগ্রহণ করেন রাসেল, অনিক, তরিকুল, ইমন, সুলতান, সিফাত,সাইদ, নয়ন,শাইম, অন্তর, হারুন, স্বপন, পারভেজ, শান্তসহ আরো অনেক শিক্ষার্থী।

এমন ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মোঃ মঞ্জুর রশীদ বলেন, রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এ জন্য দেশের সচেতন নাগরিক হিসাবে আমরা এ সংস্কার কাজ করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রশীদ বলেন, শহর বা গ্রামের যে সব রাস্তা বৃষ্টির কারণে ভেঙ্গে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সব স্থানে যুবকেরা নিজ দায়িত্বে কাজ করলে সাময়িক ভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0026230812072754