ভারতে করোনা ভ্যাকসিন মিলতে পারে ২২৫ রুপিতেই!

দৈনিকশিক্ষা ডেস্ক |

রাশিয়ার তৈরি ভ্যাকসিন এরই মধ্যে সাড়া জাগালেও গোটা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য করোনা ভ্যাকসিনই সবচেয়ে বেশি নির্ভরশীলতার পথে হাঁটছে। বেশ কয়েক ধাপ ‘পার’ করে গেছে অক্সফোর্ডের সেই ভ্যাকসিন। আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কয়েক ধাপের পরীক্ষায় ভালো ফল মিলতেই ভারতীয় সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রচারের আলোয় এসেছে। কারণ, ভারতে ওই ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়েছে সংস্থাটি। এবার সিরাম ইনস্টিটিউটের সঙ্গে হাত মেলালেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে জিএভিআই এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

আর এই চুক্তির অন্যতম কারণই হলো, অনুন্নত দেশগুলোতে যাতে গরিব মানুষের কাছে সস্তায় ভ্যাকসিনটি পৌঁছে দেওয়া যায়। জানা গেছে, অক্সফোর্ডের সেই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম হতে পারে তিন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ রুপি)। ভারত ছাড়াও বিশ্বের আরো ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম ইনস্টিটিউট। সে সূত্রেই ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য জিএভিআই এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৫ কোটি ডলার তুলে দিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের হাতে।

তবে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯’ ভ্যাকসিনটি নয়, ভারতের আইসিএমআর-ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন, জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি, মডার্না, ফাইজারের মতো সংস্থাও ভ্যাকসিন নিয়ে কাজ করছে। কিন্তু গোটা বিশ্বে অক্সফোর্ডের ভ্যাকসিনটিকেই আপাতত সবচেয়ে বেশি নম্বর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল যে ব্যাপক হারে ভারতেও হবে, তা এরই মধ্যে জানানো হয়েছে।

সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার টুইট করে এর জন্যে ধন্যবাদ জানিয়েছেন বিল গেটসকে। তিনি জানিয়েছেন, তাঁর সংস্থা জিএভিআই এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে। 
ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ দ্রুত প্রস্তুত করার উদ্দেশ্যে এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংস্থার কর্ণধার হিসেবে তিনি জানিয়েছেন, ভ্যাকসিনের দাম যতটা সম্ভব কম রাখা হবে, যাতে সবার আয়ত্বের মধ্যে তা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0043089389801025