একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। খ্যাতনামা এই ভাষাবিজ্ঞানীর মৃত্যুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শোক প্ৰকাশ করেছেন।
বুধবার এক শোকবাণীতে উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ছিলেন একজন দেশবরেণ্য ভাষাবিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলা বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও পত্র-পত্রিকায় তাঁর অসংখ্য প্রবন্ধ ও গল্প প্রকাশিত হয়েছে। অসংখ্য পুস্তকের রচয়িতা, শিশুসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক এই ভাষাবিজ্ঞানী।
শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ বাংলা ভাষা উন্নয়ন ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
রাজশাহীতে জন্ম নেয়া আবুল কালাম মনজুর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ ও এমএ পাস করেন। পরে ভাষাবিজ্ঞানে এমএ করেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং পিএইচডি করেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ১৯৬৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ১৯৮৭ থেকে ১৯৯০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ খ্রিষ্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন।