দৈনিকশিক্ষা ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ইংরেজি ভাষায় লেখা সাইনবোর্ডগুলো তুলে ফেলেছে দেশটির ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, যে কোন সাইন বোর্ডে অন্তত ৬০ শতাংশ স্থানীয় কন্নড় ভাষা রাখার দাবিতে বুধবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভের এক পর্যায়ে এ পদক্ষেপ নেয় আন্দোলনকারীরা।
কন্নড়পন্থী গোষ্ঠীগুলি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর বিভিন্ন অংশে বিক্ষোভের পর ইংরেজি সাইনবোর্ড ভেঙে ফেলা বা কালো কালি দিয়ে সাইনবোর্ডগুলো ঢেকে ফেলার চেষ্টা করা হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, এ বছর গত ফেব্রুয়ারিতে যে কোন দোকান, হোটেল, শপিংমলসহ যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ৬০ শতাংশ কন্নড় ভাষা না থাকলে, প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ঘোষণা দেয়া হয়। তবে এখনো যথাযথভাবে এ আদেশ মানেনি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। সে প্রেক্ষিতেই এ আন্দোলনের সূত্রপাত।
রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত অক্টোবরে তার এক ভাষণে বলেন, রাজ্যে বসবাসকারী প্রত্যেকেরই কন্নড় বলতে শেখা উচিত। কারণ আমরা সবাই কন্নড়ী। বিভিন্ন ভাষায় কথা বলা মানুষরা এখানে বসতি স্থাপন করলেও এই রাজ্যে বসবাসকারী প্রত্যেকেরই কন্নড় বলতে ও পড়তে শিখতে হবে।