ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইল প্রতিনিধি |

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ) সভা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও ওই সভায় পাঁচ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার ছাড়াও সহসভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাতের নামও ওই তালিকায় রয়েছে।

এদিকে মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল থেকেই শিক্ষার্থীরা ২০১৪ খ্রিস্টাব্দের অর্ডিন্যান্স পরিবর্তনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে কোনও বিষয়ে একাধিকবার ফেল করলেও সেমিস্টার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন শিক্ষার্থীরা। ২০১৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স পরিবর্তন করে সেই সুযোগ বাতিল করা হয়। তখন থেকে কোনও শিক্ষার্থী দুই বার ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সুযোগ পান না। সেই সময় থেকেই এই অর্ডিন্যান্স পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার (৬ অক্টোবর) দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফল ঘোষণা করে পদার্থবিজ্ঞান বিভাগ। এ পরীক্ষায় এক ছাত্রী উন্নীত হতে পারেনি। তার ফল ৪-এর মধ্যে ১ দশমিক ৯৮। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সর্বনিম্ন ২ দশমিক ২৫ পেলে উন্নীত হিসেবে গণ্য করা হয়। এদিকে পরীক্ষার ফল একদিন আগে ঘোষণা করাকে অধ্যাদেশবিরোধী উল্লেখ করে মাভাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সজীব তালুকদার তার সহযোগীদের নিয়ে রবিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষায় ওই ছাত্রীকে সিটে বসিয়ে দেয়। এ পরীক্ষায় তার অংশ নেওয়ার ব্যাপারে বিভাগের কোনও অনুমোদন না থাকায় শিক্ষকরা এতে বাধা দেন। এ সময় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ওই বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন এবং শিক্ষক মহিউদ্দিন তাসনিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ৫৬ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। একইসঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ - dainik shiksha অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা - dainik shiksha সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে - dainik shiksha শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ - dainik shiksha এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - dainik shiksha যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037319660186768