ভিকারুননিসার নির্বাচনে অযোগ্য সেই তাজুলের রিট, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক |

ভিকারুনিসার পরিচালনা পর্ষদের নির্বাচনে অযোগ্য ঘোষিত সেই তাজুল ইসলাম গং এবার উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে তাজুল ইসলামসহ সাতজনকে আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান। প্রার্থীতা ফিরে পেতে আবেদনসহ নানাভাবে তদবির করেন তাজুল গংরা। ব্যর্থ হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) রিট আবেদন করেন তারা। আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। তাজুল গংদের আইনজীবী হিসেবে আদালতে লড়তে পারেন ব্যারিস্টার আমীরুল ইসলাম। একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।   

এর আগে গত ৬ অক্টোবর ভর্তি বাণিজ্য ও অনিয়মের অভিযোগ থাকায় ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। তারা আগামী ২৫ অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।  

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রবিধানমালার ১১ এ (গ) অনুচ্ছেদ অনুযায়ী তাদের বিরুদ্ধে পূর্বের গভর্নিং বডির সদস্য হিসেবে নানা অভিযোগ থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন, ড. তাজুল ইসলাম, দাঁতের ডাক্তার মজিবুর রহমান হাওলাদার, ড. ইউনুস আলী আকন্দ, তিন্না খুরশিদ জাহান মালা, ড. ফারহানা খানম, আগের কমিটির শিক্ষক প্রতিনিধি মুসতারি সুলতানা ও মাহবুবুল হক মিঠু। 

নির্বাচনে তাজুল গংদের অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টরা। জানতে চাইলে গভর্নিংবডির অভিভাবক প্রতিনিধি পদপ্রার্থী মোহাম্মদ আবদুল মজিদ সুজন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সাধুবাদ জানাই। ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যে জড়িত আগের কমিটির অভিযুক্তদের প্রার্থিতা বাতিলে করায় প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাবে। আর নতুন করে তারা কোন অনিয়ম বা শিক্ষা নিয়ে বাণিজ্য করার সুযোগ পাবে না। 

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে গভর্নিং বডি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। গত ২৯ সেপ্টেম্বর গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, গত ৩ মে ভিকারুননিসার গভর্নিং বডির মেয়াদ শেষ হয়। এরপর থেকে ২৫ দিন প্রতিষ্ঠানটির কোনো গভর্নিং বডি ছিল না। পরে গত ২৮ মে চার সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। গভর্নিং বডির নির্বাচনের লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে অ্যাডহক কমিটি। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর প্রিজাইডিং অফিসারও নিয়োগ দেয় ঢাকার জেলা প্রশাসক।

প্রতিষ্ঠানটির আগের গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীকে অধ্যক্ষ পদে বসানোর চেষ্টা, টাকার বিনিময়ে অতিরিক্ত সাড়ে ৪ শ শিক্ষার্থী ভর্তি, অবৈধভাবে ১৪জন প্রভাষক নিয়োগ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণসহ নানা অভিযোগ রয়েছে।   


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0041649341583252