শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও চিকিৎসার অতি পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, বাংলাদেশে পোষাপ্রাণীর চিকিৎসা আধুনিকায়নের পথিকৃৎ প্রফেসর ড. কে,বি,এম সাইফুল ইসলাম আমেরিকার টাফটস ইউনিভার্সিটির কামিংস স্কুল অব ভেটেরিনারি মেডিসিন এর ভিজিটিং স্কলার হিসেবে আমন্ত্রণ লাভ করেছেন।
বাংলাদেশের প্রাণিচিকিৎসা, শিক্ষা ও গবেষণায় এক অনন্য পরিচিত মুখ প্রফেসর ড. কে, বি, এম, সাইফুল ইসলাম (মিরাজ)। তিনি একাধারে শিক্ষক, গবেষক এবং চিকিৎসক। নিজ মেধা এবং পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ২০ বার বিভিন্ন আর্ন্তজাতিক পুরস্কার, বৃত্তি, স্বীকৃতি ও সম্মান অর্জন করার পাশাপাশি নিজ দেশের সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকর্তৃক বৃত্তি ও সম্মাননা পেয়েছেন ১০ বার। প্রথম বাংলাদেশি একাডেমিক ভেটেরিনারিয়ান হিসেবে তিনি ২০১৯ খ্রিষ্টাব্দে জাপানের ইম্পেরিয়াল শ্রেণিভুক্ত কৃষি ও প্রাণিচিকিৎসা শিক্ষা প্রদানকারি বিশ্ববিদ্যালয় হক্কাইডো ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারের ডিভিশন অব ফান্ডামেন্টাল এগ্রিসায়েন্স রিসার্চ গ্রুপের অধীনস্থ গবেষণাগারে ভিজিটিং রিসার্চ স্কলার এবং ২০১৭ খ্রিষ্টাব্দে বিশ্বের অন্যতম প্রাচীন প্রাণিচিকিৎসা শিক্ষা প্রদানকারি বিশ্ববিদ্যালয় ফ্রান্সের ন্যাশনাল ভেটেরিনারি স্কুল অব এলফোর্ট (এনভা) এর ভিজিটিং স্কলার হওয়ার বিরল সম্মান অর্জন করেন। এছাড়াও তিনি ২০২৩ খ্রিষ্টাব্দে লাওসে এসএএডিসি ইয়াং ইনভেস্টিগেটর স্কলারশিপ অর্জন করেন।
ভিজিটিং স্কলার হিসেবে টাফটস ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে ড. ইসলাম আজ শনিবার ভোরে টার্কিস এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করেন।