অন্য উপজেলার প্রশ্নপত্র এনে বামনায় পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পরীক্ষা স্থগিতের অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে। যে কারণে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্থগিত করা হয়েছে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
জানা যায়, ২৮ আগস্ট বামনা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চলতি শিক্ষাবর্ষের চতুর্থ ও পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রাপ্তিক মূল্যায়নের অভিন্ন সময়সূচি প্রকাশ করে উপজেলা শিক্ষা অফিস। যাতে ৮ সেপ্টেম্বর রোববার বেলা দেড়টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে এসে শুনতে পায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল জানান, আমাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা অসঙ্গতি থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য উপজেলার প্রশ্নপত্র বামনায় এনে পরীক্ষা নেয়া এবং প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সালেহ বলেন, বামনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছুই জানি না। আমি জেনে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।