দৈনিকশিক্ষাডটকম, রাজশাহী : ভোট কেন্দ্র হিসেবে নির্বাচিত রাজশাহীর তিনটি উপজেলার চারটি স্কুলে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। আগুনে বই ও কাগজপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়াও একটি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে।
স্কুলগুলো হলো, রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, চারটি ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়েছে। আগুনে বই ও কাগজপত্রসহ স্কুলের বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে দুইটি হাত বোমা পাওয়া গেছে। পুলিশ বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেয়।
বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে পেট্রোল বোমা ছুড়ে মারে। জানালা দিয়ে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বই-পত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি হাতবোমা জাতীয় বস্তু ফেলে যায়।
পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং বোমা দুইটি ঘিরে রাখে।
তিনি বলেন, বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।