দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ‘নেতৃত্বের বিকাশে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিচর্যা সম্পর্কিত আলোচনা সভা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার আয়োজক ছিলো ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন’ এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য জনাব আ ফ ম রেজাউল হাসান। অনুষ্ঠানে ফারজানা ব্রাউনিয়া কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন শারিরীক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা অবলম্বনের প্রতি গুরুত্ব দেন। এ ছাড়াও তিনি শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন করণীয় বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন।
আলোচনা শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।