দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: আলহাজ্ব মকবুল হোসেন কলেজে সিএসই বিভাগের উদ্যোগে "ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাস এ সফটওয়্যার ডেভেলপার" শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
সোমবার (৩ জুন) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য আ ফ ম রেজাউল হাসান। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রফেশনাল অনুষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান শারমিন আক্তার ।
সেমিনারে শিক্ষার্থীদের সফটওয়্যার ক্যারিয়ার সম্বন্ধে আলোচনা ও পরবর্তীতে বহির্বিশ্বে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সুচিন্তিত বক্তব্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন অপটিমা আইসিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলিমুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইজিসি’র ম্যানেজিং ডিরেক্টর আহসান হাবিব তালহা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।