দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তফা আমীর ফয়সলকে বরখাস্ত করা হয়েছে। নারীসহ মদ্যপ অবস্থায় তাকে আটকের পর তাকে এ শাস্তি দেয়া হলো।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যেমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি টঙ্গীর মধ্য আউচপাড়ার কলেজ রোডের সিরাজের ডিশ-জেনারেটরের অফিসের পেছন থেকে পুলিশ তাকে নারীসহ মদ্যপ অবস্থায় আটক করে। পরে আদালত তিনি দোষ স্বীকার করে জরিমানা দিয়ে মুক্তি পান।
এই অভিযোগের প্রেক্ষিতে ২৮ মার্চ ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় বিবষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে পাওয়া তদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গভর্নিংবডি থেকে গৃহীত চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করার সুপারিশ করা হয়।
গত ২৮ মার্চের ওই সভায় আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সুপারিশ এবং ৪ এপ্রিল অনুষ্ঠিত ২৩০তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ওই শিক্ষককে গভর্নিংবডির চূড়ান্ত বরখাস্তের বিষয়টি অনুমোদন দেয়া হয়।