মদ খেয়ে স্কুলে এসে ঝিমান শিক্ষক, ভিডিও ভাইরাল

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : প্রতিদিনই মদ খেয়ে স্কুলে আসেন শিক্ষক। এরপর ক্লাসে এসে চেয়ারে বসে ঝিমাতে থাকেন।

এক পর্যায়ে বিরক্ত হয়ে শিক্ষকের এই ঝিমানো অবস্থার ভিডিও করে সামাজিকমাধ্যমে আপলোড করে দেয় শিক্ষার্থীরা।  

আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল সেই ভিডিওটি ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের জামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোস্ট করা বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মদ খেয়ে এসে স্কুলে ঝিমানো ওই শিক্ষকের নাম রাজেন্দ্র নেতাম।  

শিক্ষার্থীসহ অভিভাবকদের অভিযোগে, যোগদানের পর থেকে এমন কোনো দিন নেই যে, শিক্ষক রাজেন্দ্র মদ্যপান করে স্কুলে যাননি।  

এ বিষয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাকে মদ্যপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।  

পরে তার বদলির দাবি জানিয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে। কিন্তু অদৃশ্য কারণে শিক্ষা দপ্তরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বহাল তবিয়তেই জামুনিয়া বিদ্যালয়ে আছেন তিনি। আর প্রতিদিনই মদ্যপান করে আসছেন কর্মক্ষেত্রে।

এরপরই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আর কোনো উপায় না পেয়ে শিক্ষার্থীরা পরিকল্পনা নেয়, তারা সেই শিক্ষকের ভিডিও করে নেটমাধ্যমে ছেড়ে দেবে।

একদিন রাজেন্দ্র মদ খেয়ে টলতে টলতে এসে স্কুলের সিঁড়িতে বসে পড়েছিলেন। আর সেই সুযোগে শিক্ষার্থীরা মোবাইলে সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করে দেয়।

এদিকে ভিডিও ভাইরালের পর এবার নড়েচড়ে বসেছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।  

দপ্তরের উপ-পরিচালক ধর্মেন্দ্র খারে জানিয়েছেন, ভিডিওটির সত্যতা যাচাই করার পর ডিপিসিকে রাজেন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে কড়া শাস্তির মুখে পড়তে হবে।  


পাঠকের মন্তব্য দেখুন
অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে - dainik shiksha অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন সভাপতির একক স্বাক্ষরে জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ - dainik shiksha জোর করে পদত্যাগ, ভালো নেই স্ট্রোক করা সেই অধ্যক্ষ বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর - dainik shiksha বরিশালে থানায় শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা - dainik shiksha হাজিরা মেশিন কাজে আসেনি ১৬৯ বিদ্যালয়ে, গচ্চা ৩৭ লাখ টাকা পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল - dainik shiksha পদ্মার ভাঙনে বিলীনের শঙ্কায় দুই স্কুল কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026888847351074