দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মন্ত্রীর তালিকায় দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। তবে প্রতিমন্ত্রীদের তালিকায় কোনো টেকনোক্র্যাট নেই।
বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন তাদের নাম ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা শপথ নেবেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিসভা বিলুপ্ত বলে গণ্য হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহবুব হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, আব্দুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন। দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী হলেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী হচ্ছেন, বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, আলি আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।
জানা গেছে, মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পাচ্ছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, মোহাম্মদ জিয়াউদ্দিন, নাজমুল হাসান পাপন, মোহাম্মদ এ আরাফাত, ড. সেলিম মাহমুদ, জিল্লুল হাকিম, সিমিন হোসেন রিমি, আব্দুর রহমান, সাজ্জাদুল হাসান, আবুল কালাম আজাদ ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।