২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান সমাবেশ করেছেন। সর্বস্তরের হিন্দু সমাজের ব্যানারে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ আদালতের নির্দেশে বর্তমান বন্ধ রয়েছে। পুনারায় ওই জমিতে ভূমি অফিস নির্মাণের পাঁয়তারা চলছে। দেবোত্তর স্টেটের জমিতে জেলা প্রশাসনের ভূমি অফিস নির্মাণের পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হয়। দাবি আদায়ে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পিনাকী দাস, বরিশালের মানবাধিককারকর্মী ও আইনজীবী লিলা দাস, ঝালকাঠি উদীচীর সভাপতি গোলাম সাঈদ খান, হিন্দু মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিব রায়, হিন্দু যুব ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শৈলেন অধিকারী, সাংস্কৃতিক সংগঠক বাউল শুভসহ অনেকে বক্তব্য রাখেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।