মশারি টানিয়ে প্রতীকী অবস্থান ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক ছাড়ছে না। প্রতিদিন বিশ্ববিদ্যালয়েল মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেলে ভীড় জমাচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়া ক্যাম্পাস বন্ধের দাবি তুলছে তারা। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ভূমিকা সন্তুষ্ট পরতে পারেনি ছাত্র-ছাত্রীদের। তাই মঙ্গলবার সিনেট অধিবেশনের সময় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে তারা।

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর সামনে শিক্ষার্থীরা এই অবস্থান নেয়।

অবস্থানকারীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপাচার্য প্যানেল নির্বাচনে পরবর্তী যিনি উপাচার্য হবেন, তিনি যেন বর্তমান উপাচার্যের মতো দায়িত্বহীনতার পরিচয় না দেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্টার বিল্ডিং এর সামনে অবস্থান নেন তারা। যাতে সকল সিনেট সদস্যরা বিষয়টি দৃষ্টিপাত করেন।

প্রতীকী অবস্থানের সময় শিক্ষার্থীদের হাতে স্লোগান সম্বলিত নানা প্ল্যাকার্ড ছিল। তাতে স্লোগান ছিল -ডেঙ্গুতে মানুষ মরে, স্বাস্থ্যমন্ত্রী বিদেশে ঘুরে, অপরিচ্ছন্ন প্রশাসনই ডেঙ্গু মহামারীর জন্য দায়ী, হলে হলে ডেঙ্গু মহামারি দায় কার, মন্ত্রী সাহেব সারাদিন কি আমি মশারির ভিতরে থাকবো ইত্যাদি।

এ বিষয়ে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু রায়হান খান বলেন, গত কিছুদিন ধরে ডেঙ্গু প্রকোপ ব্যাপক আকার ধারণ করছে। কিন্তু ভিসি স্যার বলেছেন, এর সংখ্যা পনেরোর বেশি নয়। গত কিছুদন আগে বঙ্গবন্ধু হলের একজন মারা গেছে। আমরা ভিসি স্যারের এমন কথার প্রতিবাদ জানাই। আজকে ভিসি প্যানেল নির্বাচন। তাই ভিসির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

ছাত্র ফেডারেশনের বেনজির বলেন, ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল বা ঢাকা মেডিকেলে গেলে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জানেনা। ভিসি স্যারের এর আগেও বলেছেন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪-১৫ জনের বেশি হবে না। ভিসি স্যার তার জায়গা থেকে এমন দায়সারা বক্তব্য দিতে পারেন না।

তিনি আরও বলেন, আজকে উপাচার্য প্যানেল নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নির্বাচিত ভিসি আসতে যাচ্ছেন। নতুন ভিসি যেন এমন দায়িত্বহীন বক্তব্য না দেন বরং ছাত্রদের হলে গিয়ে খোঁজ নেন,তদারকি করেন ডেঙ্গু আক্রান্ত ছাত্রদের এই আহ্বানের জন্য শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে।

প্রতীকী অবস্থানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির,বর্তমান সভাপতি আবু রায়হান খান, সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াকসহ আরও অন্যান্য নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0034561157226562