মহানবীকে কটূক্তির প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

আমাদের বার্তা, পবিপ্রবি |

ভারতে হিন্দু পুরোহিত বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) গালি ও কটূক্তি এবং বিজিপির এক নেতার সমর্থনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করেন শিক্ষার্থীরা। 

র‍্যালিটি ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বর হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদকে (স:) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। রাসূল (সা.) এর শত্রুরা তার পিছনে সমসময় পড়ে থাকতো কিন্ত ভুল খুঁজে বের করতে পারতো না। একজন মুসলমান কখনো তার রাসূলের প্রতি অবমাননা মেনে নেবে না। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। তিনি বলেন রাসূল (সা.) এর চরিত্র ছিলো পবিত্র। তাকে নিয়ে অবমাননা ও কটূক্তি কখনই বাংলার মুসলমান মেনে নেবে না। এক ধর্মের হয়ে অন্য ধর্মের কটূক্তি করার কখনই অধিকার রাখে না। তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান। তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শের চরিত্র। কুরাআনে আল্লাহকে পেতে হলে রাসূলের অনুকরণ করতে আদেশ করেছেন। আমাদের যদি নূন্যতম ঈমান থাকে আমাদের উচিৎ রাসূলের অবমাননারকারীদের ঘৃণা ও প্রতিবাদ করা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিপিসি ও বাকশিস‘র - dainik shiksha শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিপিসি ও বাকশিস‘র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণার প্রতিশ্রুতি আসছে! - dainik shiksha শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণার প্রতিশ্রুতি আসছে! ‘আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে’ - dainik shiksha ‘আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে’ ২৪ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কাল, ক্লাস শুরু ২০ অক্টোবর - dainik shiksha ২৪ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কাল, ক্লাস শুরু ২০ অক্টোবর অবশেষে ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়া শুরু - dainik shiksha অবশেষে ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়া শুরু দুই শতাধিক জাল শিক্ষকের তালিকা প্রকাশ - dainik shiksha দুই শতাধিক জাল শিক্ষকের তালিকা প্রকাশ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002392053604126