সব শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন যেভাবে

নিজস্ব প্রতিবেদক |

১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েরর শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তির আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি উদযাপনের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কণ্ঠে  মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। এছাড়া জেলা ও উপজেলা সদরের সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেধ, ক্রীড়ানুষ্ঠান, টি-টুয়েন্টি ক্রিকেট, ফুটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলার আয়োজন করতে হবে।

অপরদিকে বিজয় দিবস উদযাপনে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন হবে। এ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে প্রধান শিক্ষকদের।

এদিকে মহান বিজয় দিবস উদযাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কোনো বরাদ্দ না পেলেও সরকারি প্রাথমিক বিদ্যালয় কিছু টাকা বরাদ্দ পেয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে মেট্রোপলিটন এলাকার প্রাইমারি স্কুল ৫ হাজার টাকা ও অন্যান্য এলাকার প্রাইমারি  স্কুল ২ হাজার টাকা বরাদ্দ পাবেন।

স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন যেভাবে :

গত ৭ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর-সংস্থা এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সঠিকমাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। 

১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনসহ জাতীয় পর্যায়ে ও সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি উদযাপনের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাঁদের কণ্ঠে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রস্তুত করে প্রদর্শনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাবে। 

সভায় আরও সিদ্ধান্ত হয়, ১৬ ডিসেম্বর জেলা ও উপজেলা সদরের সরকারি বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, নৌকাবাইচ (সম্ভব হলে), ফুটবল, কাবাড়ি, হা-ডু-ডু খেলার আয়োজন করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দেবে। 

এছাড়া ১৬ ডিসেম্বর দেশের সব জেলা ও উপজেলা সদরে অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান, রোভার স্কাউটস্, স্কাউটস্, গার্লস্ গাইড ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দেবে। 

প্রাথমিক বিদ্যালয়ে উদযাপন যেভাবে :

জানা গেছে, গত ২৯ নভেম্বর সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়।  

সভায় সিদ্ধান্ত হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচিটি উদযাপনের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য স্মৃতি শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন। বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনে মেট্রোপলিটন এলাকার স্কুল ৫ হাজার টাকা ও অন্যান্য এলাকার স্কুল ২ হাজার টাকা বরাদ্দ পাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ - dainik shiksha গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা - dainik shiksha পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য - dainik shiksha হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027949810028076