সাভারের আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাইটিংগেল মেডিক্যাল কলেজ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি হয়। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, পরীক্ষার সুযোগ ও বিএমডিসির রেজিস্ট্রেশন মিলছে না এ কলেজের শিক্ষার্থীদের। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আদালতে মাইগ্রেশনের রিট আবেদন করেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর তাদের মাইগ্রেশনের নির্দেশনা দেন আদালত। তবে মাইগ্রেশন বাস্তবায়ন করতে হলে এই মেডিক্যাল কলেজকে স্টে অর্ডারের (স্থগিতাদেশ) আবেদন বাতিল করতে হবে মর্মে আদালতে আপিল আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নাইটিংগেল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, তারা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবি নিয়ে কাজ করছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, শিক্ষার্থীদের অন্য কলেজে মাইগ্রেট করতে চাইলে এই কলেজের করা স্টে অর্ডারের আবেদন খারিজ করতে হবে। স্টে অর্ডার খারিজ হলে নিয়ম অনুসারে পরে কলেজটি বন্ধ ঘোষণা করবেন। আদালতে রিটের স্টে অর্ডার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কিছু করার নেই। এদিকে ভুক্তভোগী কয়েক শিক্ষার্থীর অভিভাবকেরাও মাইগ্রেশন চেয়ে আদালতে রিট করেছেন, সেটিও খারিজ হতে হবে।