মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঁচ পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ২ হাজার ২৫৯ জন প্রার্থী। অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নতা কর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য তারা নির্বাচিত হয়েছেন।
বুধবার নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিভাগীয় নির্বাচর কমিটির সভার সুপারিশ ও ওই সুপারিশে কর্তৃপক্ষের অনুমোদনে এ ২ হাজার ২৫৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, এ প্রার্থীদের নিয়োগের আদেশ অধিদপ্তরে প্রকাশ করা হবে। বিশেষ কোটায় নির্বাচিত প্রার্থীদের যাবতীয় সনদ যাচাইয়ের পর নিয়োগপত্র দেয়া হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য পাঁচ পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ২ হাজার ২৫৯ জন প্রার্থীর তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন।ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।