মাঠ পরিষ্কার করতে গিয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি |

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের বহুদিনের বেড়ে ওঠা ঘাস পরিষ্কার করতে গিয়ে বুধবার স্কুলের শতাধিক ছাত্রছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল ১০টার দিকে স্কুলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের মাঠে থাকা নিলুজি ঘাস তুলে আনার নির্দেশ দেন সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক। ঘাস পরিষ্কার অভিযান চলার ঘণ্টাখানেকের মধ্যে প্রচণ্ড গরম এবং ঘাসের দুর্গন্ধে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের শান্ত করে।

এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন সেন্টু জানান, ঘটনা সম্পর্কে আমি ফোনের মাধ্যমে অবগত হয়েছি এবং এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতোমধ্যে প্রধান শিক্ষককে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, সকালে আমি স্কুলের কাজে উপজেলা পরিষদে ছিলাম। ঘটনা জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসি এবং ঘটনার সঙ্গে জড়িত সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে জানাই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.002910852432251