অবশেষে বেসরকারি আলিম, ফাযিল ও কামিল মাদরাসার উপাধ্যক্ষ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রভাষকরা। প্রভাষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পেলেও মাদরাসার উপাধ্যক্ষ হওয়ার সুযোগ পাবেন। এছাড়া এমপিও নীতিমালায় মাদরাসার অধ্যক্ষ, উপধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনে এ প্রস্তাব করা হয়েছে।
বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আয়োজিত এক কর্মশালায় এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। তবে, বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ফের আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। পরে সংশোধিত এমপিও নীতিমালা জারির পর তা কার্যকর হবে। কর্মশালায় অংশ নেয়া সূত্র দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানান, মাদরাসায় এমপিও নীতিমালায় কিছু পরিবর্তনের বিষয়ে দিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে দেয়া হয়েছে। যা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিলো। ওই কর্মশালায় মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। আর প্রভাষকদের আলিম, ফাযিল ও কামিল মাদরাসার উপাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। বিদ্যামান এমপিও নীতিমালায় সহকারী অধ্যাপক পদে তিন বছর ও প্রভাষক পদে নয় বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়। কিন্তু নীতিমালা সংশোধনের এ প্রস্তাব অনুমোদিত হলে প্রভাষকরাও আলিম, ফাযিল ও কামিল মাদরাসার উপাধ্যক্ষ হওয়ার সুযোগ পাবেন।
সূত্র আরো জানান, তবে জেনারেল শিক্ষকদের মাদরাসার প্রশাসনিক পদে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে না। মাদরাসা বিশেষায়িত প্রতিষ্ঠান, তাই আগের মতোই আরবি ব্যাকগ্রাউন্ডের শিক্ষকদের অধ্যক্ষ, উপধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের মতো প্রশাসনিক পদে নিয়োগের সুযোগ দেয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন, তিন অধিদপ্তরের এমপিও নীতিমালায় বেশ কিছু অসামঞ্জস্যতা রয়েছে। এই অসামঞ্জস্যতা দূর করতে এমপিও নীতিমালায় কিছু সংযোজন-বিয়োজন করা হচ্ছে। তাই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে নীতিমালা সংশোধন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। তা নিয়ে অংশীজনদের সঙ্গে কর্মশালায় আলোচনা করে প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সংশোধিত নীতিমালায় এসব বিষয় অন্তর্ভুক্ত করে তা জারি করবে।
জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান বুধবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমপিও নীতিমালা সংশোধনের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে অনুষ্ঠিত কর্মশালার সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেছি। এ বিষয়গুলো আমরা প্রস্তাবনা আকারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাবো। পরে শিক্ষামন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অংশীজনদের নিয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।