মাদরাসার এতিমদের খাবার খায় জামাত নেতা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুরের স্বরূপকাঠিতে নিয়ম না থাকলেও এতিমদের সরকারি খাবার গ্রহণের অভিযোগ পাওয়া গেছে গাজিপুর মৈশানি হারুন অর রশিদ মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় আরেক অফিস সহকারী শেখ নাবীব আহম্মেদকে মারধর ও জীবননাশের হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শেখ নাবীব আহম্মেদ।

অফিস সহকারী আনোয়ার হোসেন গাজী কাউখালী উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়নের জামাতে ইসলামির সভাপতি।

জিডি সূত্রে জানা যায়, মাদরাসার ছাত্রাবাসে সরকারিভাবে খাবার দেয়া হয়। নিয়ম না থাকলেও মাদরাসায় কর্মরত অফিস সহকারীসহ কয়েকজন সেই খাবারের দুপুরে নিজেদের কাজ চালান। সম্প্রতি এ নিয়ে মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিরোধ দেখা দেয়।

গত বুধবার যথারীতি কয়েক জন অফিস সহকারী এতিমদের খাবার খেয়ে ফেললে খাবার সংকট দেখা দেয়। এ বিষয়ে মাদরাসার শিক্ষিকা কবিতা রায় অফিস সহকারী নাবীব আহম্মেদকে জানালে নাবীব ছাত্রদের খাবার খেয়ে ফেলার বিরোধিতা করে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে অপর অফিস সহকারী আনোয়ার হোসেন গাজী মাদরাসা ছুটির পর বাড়ি যাওয়ার পথে নাবীবকে মৈশানী ব্রিজের ওপর দাঁড় করিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে।

এর কিছুক্ষণ পর মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্য মো. মজিবুর রহমান শরীফ এসে আনোয়ারের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে তারা নাবীবকে মারধর করে ও ভবিষ্যতে এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন স্থানীয়রা নাবীবকে উদ্ধার করে বাড়ি দিয়ে আসে। পরে রাতে নিরাপত্তা চেয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী ও জামাতে ইসলামির নেতা মো. আনোয়ার হোসেন গাজী দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘আমি যে খাবারটি খেয়েছি সেটা লিল্লাহ বের্ডিয়ের এতিমদের খাবার এবং এ খাবার খাওয়ার অনুমতি আমার রয়েছে।’

এ বিষয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল আহসান দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের মাদরাসার গভর্নিং বডির সভাপতি। তিনি আগামী সোমবার ওই দুই অফিস সহকারী ও গভর্নিং বডির অন্যান্য সদস্যদের নিয়ে তার কার্যালয়ে যেতে বলেছেন।’

 


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0023348331451416