এমপিওভুক্ত মাদরাসার বাংলা-ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদগুলোতে ৩০০ নম্বরের পদ-সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের পাশাপাশি ১০০ নম্বরের সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ দেয়া হয়েছে। এ প্রার্থীরা স্কুলের বাংলা-ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক পদে এতোদিন নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ পেলেও মাদরাসায় সে সুযোগ পেতেন না। ফলে, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া বেশ কয়েকজন নতুন শিক্ষকের এমপিওভুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিলো।
নিয়োগের যোগ্যতা সংশোধন করে সে জটিলতা নিরসন করেছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। পদগুলোর নিয়োগ যোগ্যতা সংশোধন করে পরিপত্র জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তা প্রকাশ করা হয়।
জানা গেছে, সর্বশেষ এমপিও নীতিমালায় মাদরাসায় বাংলা ও ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ করা হয়েছিলো পদ-সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরসহ স্নাতক। কিন্তু স্কুলের বাংলা ও ইংরেজির সহকারী শিক্ষক নিয়োগে পদ-সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরসহ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ পেতেন। কিন্তু মাদরাসার এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১০০ নম্বরের সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা নিয়োগ ও এমপিওভুক্তির সুযোগ পেতেন না।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ বেশ কয়েকজন নিবন্ধিত প্রার্থীকে মাদরাসায় নিয়োগ সুপারিশ করে যারা পদ-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। তারা এমপিওভুক্ত হতে পারছিলেন না। তাই এ দুই পদে নিয়োগ যোগ্যতা সংশোধন করে জটিলতা নিরসন করা হয়েছে। এতে স্কুল ও মাদরাসায় বাংলা ও ইংরেজি শিক্ষক নিয়োগের যোগ্যতায় সামঞ্জস্যতা এসেছে।
মাদরাসায় বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির নতুন যোগ্যতা হলো, ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি-সমমান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। তারা ১১ গ্রেডে বেতন পাবেন। বিএড করা থাকলে শিক্ষকরা ১০ গ্রেডে বেতন পাবেন।
আর মাদরাসায় ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির নতুন যোগ্যতা হলো, ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি-সমমান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। তারা ১১ গ্রেডে বেতন পাবেন। বিএড করা থাকলে শিক্ষকরা ১০ গ্রেডে বেতন পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।