কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় চর রাজিবপুর আলিম মাদরাসার সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজিবপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসাটির সুপার মাওলানা সাখাওয়াত হোসাইনের পদত্যাগ দাবি করে উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানবন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান মুস্তাক।
তিনি বলেন, মাওলানা সাখাওয়াত হোসাইন একজন চরিত্রহীন লম্পট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মেয়ের সঙ্গে তার ধরা পড়ার ভিডিও রয়েছে। মাদরাসায় চাকরির পাশাপাশি তিনি বিবাহ নিবন্ধনের কাজ করে থাকেন, যা চাকরি বিধির পরিপন্থী। তা ছাড়া তার বিরুদ্ধে মাদরাসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি টাকা তোলার অভিযোগ রয়েছে।
জানতে চাইলে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর সংগ্রাম কমিটির সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, সাবেক ইউপি সদস্য সুরমান আলী, শফি আলম, সোহেল রানা, ছাত্রনেতা পলাশ প্রমুখ।