দৈনিক শিক্ষাডটকম, মাদারীপুর: মাদারীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। উল্লেখযোগ্যসংখ্যক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে দুই-তিনটি শিক্ষকের শূন্য পদ নিয়ে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বর্তমানে মাদারীপুর জেলার চারটি উপজেলায় ৩৪৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। রাজৈর উপজেলায় ৭৬টি, কালকিনি উপজেলায় ৭০টি, মাদারীপুর সদর উপজেলায় ১৩৩টি এবং শিবচর উপজেলায় ৬৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। বেশ কয়েকটি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ দুই-তিন সহকারী শিক্ষকের পদ রয়েছে শূন্য।
প্রধান শিক্ষকরা জানিয়েছেন, সহকারী শিক্ষকের অভাবে প্রায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের শূন্য পদে জরুরি ভিত্তিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। জেলার কয়েক জন সহকারী শিক্ষা অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জরুরি ভিত্তিতে জেলার শিবচর, রাজৈর, সদর ও কালকিনি উপজেলার শূন্য পদ রয়েছে এমন প্রতিটি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া দরকার ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল জানান, জেলায় বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৪৬টি পদ শূন্য রয়েছে। বর্তমানে সদর উপজেলায়ই সহকারী শিক্ষকের ১৩৩টি পদ শূন্য রয়েছে ।