দৈনিক শিক্ষাডটকম, মাদারীপুর : জেলা সদরের মাদারীপুর সরকারি কলেজে বর্তমানে ১৫ প্রভাষকের পদসহ ২৩ শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারি কলেজটিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করলেও শিক্ষকের শূন্য পদ পূরণের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে বরাদ্দকৃত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী সরকারি কলেজটিতে বর্তমানে প্রভাষকের ১৫টি ও সহযোগী অধ্যাপকের পাঁচটি পদ শূন্য। এছাড়া গ্রন্থাগার বিভাগে দুই জন লাইব্রেরিয়ান ও শরীরচর্চা শিক্ষকের একটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। রসায়ন বিভাগে দুইটি প্রভাষকের পদ ও সমাজকল্যাণ বিভাগে দুইটি প্রভাষকের পদ শূন্য।
এদিকে বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পদার্থ বিজ্ঞান, ইসলামী শিক্ষা, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল, ব্যবস্থাপনা ও কৃষি বিজ্ঞান বিভাগে প্রভাষকের একটি ১১টি পদ শূন্য রয়েছে। ইতিহাস, হিসাব বিজ্ঞান, ভূগোল, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিভাগে একটি করে মোট সহযোগী অধ্যাপকের পাঁচটি পদ শূন্য রয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজটিতে শিক্ষকের ২৩ট পদ শূন্য জানিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।