বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা রয়েছে। বাজারে মানি সাপ্লাইটা বেশি। আসন্ন রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট থাকবে না।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্রব্যমূল্যে অস্থিরতা: উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষকে আমদানি করে পণ্য দেওয়া কঠিন। এর জন্য উৎপাদন বাড়াতে হবে। আগে বাজারে টাকা দিলেও পণ্য পাওয়া যেত না। তবে এখন আর সেই সমস্যা নেই। এখন মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে। আমাদের বাজারে মানি সাপ্লাইটা বেশি।’
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তিনি বলেন, ‘রিজার্ভ নেই—সেটি বলা যাবে না। রিজার্ভে চাপে আছে। ৪০ বিলিয়ন ডলার থেকে এখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে। রিজার্ভের অর্থ খরচ করে পণ্য না আনলে রিজার্ভ করে তো লাভ নেই। রিজার্ভের টাকা খরচ করে পণ্য নিয়ে আসা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্যপণ্য আমদানি হয়েছে। এর কারণে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, রমজানে আমাদের কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট থাকবে না। আমরা যদি আমদানি না করতাম, তাহলে তো রিজার্ভ আরও বেশি থাকতো।’
এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আইএমএফের নীতি অনুযায়ী, তিনমাসের পণ্য আমদানির জন্য আমাদের যথেষ্ট ডলার রয়েছে।’