কোটা বিরোধীদের ডাকা 'কমপ্লিট শাটডাউন'র সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় নাটোরের লালপুরে ১৮ স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে তাদের তুলে নেয়া হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এ সময় উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসন খাজা ছাত্রদের পুলিশে ধরিয়ে দেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ইলিয়াস হোসন খাজা বলেন, আমার শিক্ষার্থীদের জীবন নিরাপদ করার জন্য যা করা দরকার মনে করেছি, তাই করেছি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও প্রতিষ্ঠান চত্বরে এসব ছাত্র মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক জন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়।